আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষেপে বলবো, তা হলো আমরা যারা কাজ করছি কিংবা শিখছি – তারা প্রায় সময় অপ্রয়োজনীয় ওয়েবসাইটে অতিরিক্ত সময় কাটিয়ে ফেলি। যার কারণে প্রতি রাতে আপসোস হয় “আজ এতো ঘন্টা ফেসবুক না চালিয়ে অন্যকাজে সময় দেওয়া ঠিক হতো”।
এটি থেকে মুক্তির জন্য ক্রোম এক্সটেনশন “StayFocusd” ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে অপ্রয়োজনীয় ওয়েবসাইটগুলো ব্লক সাইটে অ্যাড করে – ঐসব দৈনিক সর্বোচ্চ কতক্ষন চালাতে চান তা সেট করে দিতে পারবেন। এটি করার পর সেইদিনের কত সময় বাকি আছে তা দেখতে পারবেন এবং সাথে একটু পর পর এই ওয়েবসাইটে বেশিক্ষন থাকা উচিত না নিয়েও পপআপ দিয়ে মনে করিয়ে দিবে।
আর হ্যা, একবার দৈনিক সেট করা সময় পুরোটা যখনই শেষ হবে – আর সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও আরো অনেক ফিচার আছে, এবং এই ধরণের অন্যান্য এক্সটেনশও আছে – ব্যবহার করা রিকমেন্ড করবো যেন সময় নষ্ট না হয়।
শুভ কামনা!