Lets-Talk-About-Coffee

কফি আলোচনা: বিভিন্ন ব্র্যান্ডের কফি অনেক লম্বা সময় ট্রাই করার পর রিভিউ দিচ্ছি, যারা কফি(দুধচিনি ছাড়া) শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে।
—–
Davidoff Coffee:
সবচেয়ে প্রিয় ব্র্যান্ড, এটির সব ফ্লেভার ট্রাই করা হয়েছে। যারা কড়া কফি পছন্দ করেন “Espresso 57” ট্রাই করতে পারেন, মিডিয়াম কড়া চাইলে “Rich Aroma” আর একেবারে কম কড়া চাইলে “Fine Aroma” ট্রাই করতে পারেন। Best brand with good options!

MacCoffee:
“MacCoffee Classic” দুধচিনি ছাড়া অতটা ইনজয় করার মতো স্বাদ না তবে মাঝে মাঝে ট্রাই করার জন্যে ঠিক আছে। যারা দুধচিনি ছাড়া প্রথমবার কফি খাওয়া শুরু করতে চাচ্ছেন তাদের জন্যে “MacCoffee Gold” ভালো অপশন, স্বাদ ভালো।

Nescafe Classic:
আমার মতে সবচেয়ে বাজে কফি। জীবনে যখন অনেক বেশি সুখী থাকি তখন এই কফি খায় আর সুখ কমিয়ে ফেলি।

AMA Coffee:
কমদামের মধ্যে ভালো স্বাদের জন্যে বেস্ট অপশন ৫টাকার প্যাকেটগুলো।

Moccona Coffee:
স্পেশাল কিছু নয় তবে ভালোই, নেসক্যাফে থেকে অনেক বেটার

Noble Coffee Gold:
হালকা কড়ার মধ্যে ভালো অপশন, তবে যারা কফিএডিক্ট – এটি খেয়ে সেটিসফেকশন কম হবে।
—-
সবগুলোই ব্যক্তিগত মতামত, একেকজন মানুষের একেকরকম লাগতে পারে।

Leave a Comment