টাকা কামানোর পরে শিখেছিলাম টাকার মূল্য কি। তবে প্রচুর টাকা কামানোর পরে শিখেছি বিশ্বস্ত মানুষের মূল্য কি।
—–
জীবনে লক্ষ টাকা কামানো খুব কঠিন কাজ না বরং তা যেকোনো সময় হারিয়ে যেতে পারে, কিন্তু যদি বিশ্বস্ত মানুষ সাথে থাকে যারা সব সম্পদ হারিয়ে গেলে আপনাকে টেনে তুলবে – আপনার আর কোন চিন্তা নেই এই জীবনে!

যদিও এমন মানুষ পাওয়া অনেক বেশিই কঠিন। আমি কোন সময় টাকা নিয়ে চিন্তিত থাকিনা, কারণ এই না যে – আমার প্রচুর টাকা! তবে আমি এইটুকু জানি যদি কখনো আমি টাকার দিকে শূন্য হয়ে যায়, পরিবারের বাইরেও দুনিয়ায় ৪-৫জন মানুষ আছে যারা বেঁচে থাকা মানে আমি শূন্য না।

তাই জীবনে উপরে উঠার সময় আমাদের সবার সাথে নম্র এবং যারা আমাদের জন্যে ভালো চায় তাদের প্রতি আন্তরিক থাকা জরুরি।

সম্পদ যেন অহংকারের কারণ হয়ে আপন মানুষ বানাতে পথের কাটা হয়ে না দাঁড়ায়।
– Junaid Aman Junu

Leave a Comment