ইন্টারেস্টিং একটি রিসার্চ নিয়ে বলবো..
১৯৫৩ সালে ইয়েল ইউনিভার্সিটির একটি ক্লাসে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে তিনটি ছিল নিজের জীবনের “লক্ষ্য/Goal” সেটের বিষয়ে, যা হলো :
১. আপনি কি লক্ষ্য নির্ধারণ করেছেন?
২. আপনি কি সেগুলি লিখে রেখেছেন?
৩. আপনি সেগুলি সম্পন্ন করার মতো পরিকল্পনা করেছেন কি?
_________
সেই ক্লাসের মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী তাদের লক্ষ্যগুলো অর্জনের পরিকল্পনাসহ লিখে রেখেছিল। ১৩ শতাংশ শিক্ষার্থীর লক্ষ্য ছিল কিন্তু সেগুলি লিখেনি। ৮৪ শতাংশের জীবন “উপভোগ করা” ছাড়া কোন নির্দিষ্ট লক্ষ্য ছিল না।
১৯৭৩ সালে, যখন একই ক্লাসের সবাইকে নিয়ে জরিপ করা হয়েছিল, তখন তাদের মধ্যে পার্থক্য ছিল আশ্চর্যজনক। ১৩ শতাংশ যাদের লক্ষ্য ছিল তবে লিখিত ছিল না, তারা দ্বিগুন ইনকাম করছিলো ৮৪শতাংশ ছাত্র যাদের মোটেও কোন লক্ষ্য ছিল না তাদের থেকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যে ৩ শতাংশ তাদের লক্ষ্য লিখে রেখেছিল, তাদের ইনকাম ছিল অন্যান্য ৯৭ শতাংশ শিক্ষার্থীর চেয়ে দশ গুণ বেশি।
আশা করছি আর কিছু বলার প্রয়োজন নেই, বাকিটা বুঝতে পেরেছেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়েও আমাদের সকলের লক্ষ্য নিয়ে নিশ্চিত থাকা দরকার, এতে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে লংটার্মে। আর এই রিসার্চটি সম্পর্কে আমি জেনেছিলাম “Never Eat Alone” বই থেকে। পড়ার জন্য ধন্যবাদ, শুভ কামনা।।
Junaid Aman Junu.

Leave a Comment